Sunday, 26 March 2017

চেষ্টা

কিছু নতুন করার প্রচেষ্টায় করেছিস কী ভুল??
তা ভালো, তা ভালো
না হয় একটু  ভুল ই হলো
যুক্তি যদি ভালো হয়, ভুলের কাম্য অধিক নয়
ভালো মন্দে কোমর বেঁধে,ভেঙে নাটক অভিনয়
না হয় একটু ভুল ই হলো।।
             ©সুতপা

No comments:

Post a Comment

মাটির মা'র কথা

    মাটির মা সশব্দে তৈরি হতে চলেছি ভালো আছিস তোরা? কতটা মাটি দিলে আরও সুন্দর হবো? নাকের কাছ টা বেঁকে গেছে ঠিক করে দে ওটা আমার চোখ গু...