Saturday, 4 March 2017

নারী দিবস

স্নেহের আদলে যাকে আমরা দেখি সেই তো নারী।
তাকে আমরা দশভুজাও বলতে পারি।।
বাড়ির তুমি অন্নপূর্ণা মহীয়সী ইতিহাসে।
চিত্রকরের হাতের আকায় নারীর গঠন ভাসে।।
জগৎ সৃষ্টির আধার তুমি শক্তিমত্তা নারী।
মায়ের রূপে দশভুজা তোমাকে বলতে পারি।।

আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা

1 comment:

মাটির মা'র কথা

    মাটির মা সশব্দে তৈরি হতে চলেছি ভালো আছিস তোরা? কতটা মাটি দিলে আরও সুন্দর হবো? নাকের কাছ টা বেঁকে গেছে ঠিক করে দে ওটা আমার চোখ গু...