স্নেহের আদলে যাকে আমরা দেখি সেই তো নারী।
তাকে আমরা দশভুজাও বলতে পারি।।
বাড়ির তুমি অন্নপূর্ণা মহীয়সী ইতিহাসে।
চিত্রকরের হাতের আকায় নারীর গঠন ভাসে।।
জগৎ সৃষ্টির আধার তুমি শক্তিমত্তা নারী।
মায়ের রূপে দশভুজা তোমাকে বলতে পারি।।
আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা
Darun lekha and darun chobi ta ekecho..
ReplyDelete