Friday, 3 March 2017

গ্রীষ্ম

ভেজা সবুজ ঘাসের গন্ধ
মেঠো হাওয়ার আলিঙ্গন
কালবৈশাখীর নিম্ন দেশ
উৎকণ্ঠিত মনের রেশ
শুধু একটাই চিন্তায়, কবে তুমি আসবে '' গ্রীষ্ম ''

No comments:

Post a Comment

মাটির মা'র কথা

    মাটির মা সশব্দে তৈরি হতে চলেছি ভালো আছিস তোরা? কতটা মাটি দিলে আরও সুন্দর হবো? নাকের কাছ টা বেঁকে গেছে ঠিক করে দে ওটা আমার চোখ গু...