হারিয়ে গেছে আলু পোস্ত, chinese এর ভিড়ে।
বাঙালির জলখাবার এখন samba, উপমা ঘিরে।।
নেহাত তোমার বিরিয়ানি বিয়েবাড়ির চল।
ভুলেছো কী গরম ভাতে,বেগুন ভাজা সাথে ঘী এর ঢল।।
Cafe এ গুলো ভর্তি দেখো আড্ডা সাজের ফাঁকে।
Koffee house টা থমকে গেছে কলেজ স্ট্রিটের বাকেঁ।।
Cold, hot এর বাহার করে cappuccino গোলে।
মাটির ভাড়েঁর আভিজাত্য কাজে লাগেনা
তাকে ঘিরে এখন শুধু কভার ফোটো তোলে।।
Fascination কেটে দিলো ডাল আলুভাতে।
বাঙালি এখন idly, dhosay জীবন টাকে মাপে।।
©সুতপা
বাঙালির জলখাবার এখন samba, উপমা ঘিরে।।
নেহাত তোমার বিরিয়ানি বিয়েবাড়ির চল।
ভুলেছো কী গরম ভাতে,বেগুন ভাজা সাথে ঘী এর ঢল।।
Cafe এ গুলো ভর্তি দেখো আড্ডা সাজের ফাঁকে।
Koffee house টা থমকে গেছে কলেজ স্ট্রিটের বাকেঁ।।
Cold, hot এর বাহার করে cappuccino গোলে।
মাটির ভাড়েঁর আভিজাত্য কাজে লাগেনা
তাকে ঘিরে এখন শুধু কভার ফোটো তোলে।।
Fascination কেটে দিলো ডাল আলুভাতে।
বাঙালি এখন idly, dhosay জীবন টাকে মাপে।।
©সুতপা
No comments:
Post a Comment