Friday, 17 March 2017

বাস্তববাদী

বাস্তব তুমি কঠিন বড়ো।
একা থেকে গুচ্ছ খানিক অনুভূতির দ্বারা
শুকিয়ে গেছি কোন গঠিকায় মানব স্বজন হারা
বাস্তব তুমি কঠিন বড়ো।
এই যে বলো একা থেকে অন্তরের সত্ত্বা চেনা যায়
কিন্তু একাকীত্বের সহিত থেকে মানুষ বড়ই কষ্ট পায়
রূপক কথা শোনাই ভালো বাস্তবতা সঙ্গে থাক
প্রয়াস করা কর্ম গুলো চেতনা যুক্ত করা যাক
তাও বাস্তব তুমি বড়োই কঠিন।
                  - - - - - - - ©সুতপা

No comments:

Post a Comment

মাটির মা'র কথা

    মাটির মা সশব্দে তৈরি হতে চলেছি ভালো আছিস তোরা? কতটা মাটি দিলে আরও সুন্দর হবো? নাকের কাছ টা বেঁকে গেছে ঠিক করে দে ওটা আমার চোখ গু...