Friday, 17 March 2017

অহংকার পতনের কারণ

মানুষের কিসের এতো অহংকার।
যেথায় এসব মানুষ দ্বারা উৎপন্ন সময় মতো
রেখে যাবে শেষের দিনে ঠান্ডা দেহ ক্ষত বিক্ষত
তাও মানুষের কিসের এতো অহংকার।।
জন্মে বুঝি বিরাট কিছু পেয়ে গেছো মূলে।
বুদ্ধি টুকু শেষের নেশায় খেয়ে নিয়েছো গুলে।।
যে শরীর তোমার ছিল থাকবে নাকো আর।
সময় বুঝে সবটি ভুলে ভালো হওয়ার তরে
ছেড়ে দাও মনের সব টুকরো অহংকার।।
থাকলে ভালো সবার সাথে চলবে মিলে মিশে।
অহেতুক ঝগড়াঝাঁটি, মন্দ কথা রাখবে বলো কিসে।।
অহংবোধে মানবতার খুন টি করে তুমি।
যতই বলো ভাল কথা তোমায় মনে রাখবে নাকো ভূমি।।
সৃষ্টি যেথায় এতো বড়ো সবার যেথায় স্থান।
বলি কি শোনো অহং ছেড়ে রাখো নিজের মান।।
                              ©সুতপা

No comments:

Post a Comment

মাটির মা'র কথা

    মাটির মা সশব্দে তৈরি হতে চলেছি ভালো আছিস তোরা? কতটা মাটি দিলে আরও সুন্দর হবো? নাকের কাছ টা বেঁকে গেছে ঠিক করে দে ওটা আমার চোখ গু...