অকালে হারিয়ে যাওয়া শ্রদ্ধেয় প্রিয় শিল্পী অক্ষয়লোকে আপনি ভালো থাকিবেন।।
**আছি তো আমি **
জন্ম তুমি দিলে মাগো খানিক মাসের পরে।
খুশির ছটায় প্রভাত হল তোমার গড়া ঘরে।।
তখন সবে দু’মাস আমি কোলের ভিতর তোমার।
পুরোহিত সাধিত হয়ে নামকরণ হল আমার।।
ধীরে ধীরে বড়ো হয়ে উঠতে চলেছি যখন।
জীবন ধারার মধ্যে নতুন বাক্য শেখা তখন।।
একদা আমি স্কুল গন্ডি পেরিয়ে তোমার ঘরে।
উচ্চশিক্ষার এবার পালা বিয়ে হবে পরে।।
এখন আমি চাকরি করি, শিল্প আমার কাজ।
এইটুকু ছেলের মাথায় রূপক কথার রাজ।।
ধীরে ধীরে সবার সাথে আমি মিলে মিশে।
'সাবাস' বলে চাবরে পিঠে বড়রা কয় হেসে।।
দুয়ার আগায় তুমি তখন গর্ভের পরে 'তাজ'।
জন্ম আমার সার্থক মাগো বুঝে উঠলাম আজ।।
তোমার ছায়ার মতো করে সংসার ভার নিলাম।
চিত্রকরের মতোন আমি সুখ একে দিলাম।।
ভালোবাসায়, গুণের মানে ছড়িয়ে গেল আমার কাজ।
খ্যাতনামা, ভালোবাসায় বড়ো শিল্পী আমি আজ।।
ছেলের কাজে মুগ্ধ তুমি মুগ্ধ বন্ধু প্রমুখ।
খুশি আমি কাজের দ্বারা দিতে পেরে সুখ।।
আসতে আসতে সময় মাপে সৃষ্টিকর্তা তুমি।
কেড়ে নেবে সাধনার জীবন ভাবতে পারিনি আমি।।
ফিরবে বলে ফেরা হলনা সময় কালে তাঁর।
মৃত্যু তাঁকে বরন করিয়ে মানিয়ে নিল হার।।
অসহায় বন্ধু মন জানি আবার উঠবে স্মৃতির বলে।
চিন্তা কেন?রহিব আমি আগের মতো বাংলা মায়ের কোলে।।
শেষ হয়েও আমি শেষ হব না শিল্পের শিল্পী থাকবো।
পরজন্মে তোমার কোলে মাগো আবার আমি আসবো।।
- - - - - - - ©সুতপা ত্রয়ী সেন
**আছি তো আমি **
জন্ম তুমি দিলে মাগো খানিক মাসের পরে।
খুশির ছটায় প্রভাত হল তোমার গড়া ঘরে।।
তখন সবে দু’মাস আমি কোলের ভিতর তোমার।
পুরোহিত সাধিত হয়ে নামকরণ হল আমার।।
ধীরে ধীরে বড়ো হয়ে উঠতে চলেছি যখন।
জীবন ধারার মধ্যে নতুন বাক্য শেখা তখন।।
একদা আমি স্কুল গন্ডি পেরিয়ে তোমার ঘরে।
উচ্চশিক্ষার এবার পালা বিয়ে হবে পরে।।
এখন আমি চাকরি করি, শিল্প আমার কাজ।
এইটুকু ছেলের মাথায় রূপক কথার রাজ।।
ধীরে ধীরে সবার সাথে আমি মিলে মিশে।
'সাবাস' বলে চাবরে পিঠে বড়রা কয় হেসে।।
দুয়ার আগায় তুমি তখন গর্ভের পরে 'তাজ'।
জন্ম আমার সার্থক মাগো বুঝে উঠলাম আজ।।
তোমার ছায়ার মতো করে সংসার ভার নিলাম।
চিত্রকরের মতোন আমি সুখ একে দিলাম।।
ভালোবাসায়, গুণের মানে ছড়িয়ে গেল আমার কাজ।
খ্যাতনামা, ভালোবাসায় বড়ো শিল্পী আমি আজ।।
ছেলের কাজে মুগ্ধ তুমি মুগ্ধ বন্ধু প্রমুখ।
খুশি আমি কাজের দ্বারা দিতে পেরে সুখ।।
আসতে আসতে সময় মাপে সৃষ্টিকর্তা তুমি।
কেড়ে নেবে সাধনার জীবন ভাবতে পারিনি আমি।।
ফিরবে বলে ফেরা হলনা সময় কালে তাঁর।
মৃত্যু তাঁকে বরন করিয়ে মানিয়ে নিল হার।।
অসহায় বন্ধু মন জানি আবার উঠবে স্মৃতির বলে।
চিন্তা কেন?রহিব আমি আগের মতো বাংলা মায়ের কোলে।।
শেষ হয়েও আমি শেষ হব না শিল্পের শিল্পী থাকবো।
পরজন্মে তোমার কোলে মাগো আবার আমি আসবো।।
- - - - - - - ©সুতপা ত্রয়ী সেন
No comments:
Post a Comment