Wednesday, 8 March 2017

বৃষ্টি আমার বন্ধু

আজ অনেকদিন পর আবার নিজের সাথে সময় কাটালাম।।
জানেন তা কেমন করে??
বৃষ্টি সংযোগে । ছোট্ট থেকেই বড্ড বেশি ভাব আমার এই বৃষ্টির সাথে।। যখন উঁচু জানালার উপর উঠে বসতাম, একা, আনমনা একটা শূন্য মনকে নিয়ে ঠিক তখনই ঝমঝম করে বন্ধুত্ব পাতাতে আসত আমার প্রিয় বৃষ্টি।
তখন আমার উষ্ণ ব্যাকুল মনকে চট করে শীতল করে তুলতে থাকত। আমি বৃষ্টি সহিত খেলব বলে ছোটো হাত দুটো জানালার বাইরে বের করলেই বৃষ্টি তার বাড়ির পথে রওনা দিত।
আমার পুরানো কল্পনা গুলো ভিজিয়ে চলে যেত যাতে আমি নতুন করে ভাবতে পারি আবার
আবার।।।।

No comments:

Post a Comment

মাটির মা'র কথা

    মাটির মা সশব্দে তৈরি হতে চলেছি ভালো আছিস তোরা? কতটা মাটি দিলে আরও সুন্দর হবো? নাকের কাছ টা বেঁকে গেছে ঠিক করে দে ওটা আমার চোখ গু...