Friday, 3 March 2017

গল্প হলেও নিছক সত্যি সে সব দিক, যার চর্চা পৃথিবীর ধরা তোলে
বলবো আজ সেই গল্প যারা দোষ চক্রে না খেতে পেয়ে মরে.
দেশ ভাগের সূচনায় যা শুরু, মানুষ ভাগের কর্মে যা শেষ
এই নিয়ে ওঠে লড়াই, এই নিয়ে গড়েছে আমাদের দেশ.
মানবতার আরশী নগর, ঝোপে ঝাড়ে যায় লুকিয়ে
মানব বীজের স্বাধীন গাছ অনাহারে যায় শুকিয়ে.
আমরা ভারি অদ্ভুত জীব, রক্ত মাংস বিচরণ
সত্য কথা লুকিয়ে রেখে অন্যায় কে করি বরন.
দেশের মাটি, দশ এর মাঠি সকল মিলে বাঁচবে কি ভাই
ধনী,গরীব ভাগাভাগি, জাত পাতের ওঃ ভাগাভাগি চাই.
সমাজের যে কি মানুষ যা দুই ভাগে ভাগ হয়ে যায়
কর্মের ভাগে জীবন বাধা কেউ সুখ মজায় আর কেউ দুঃখ পায়.
ভিত্তি করে দাস প্রথাকে গরীব গেলো বিকিয়ে
কায়দা করে দুঃখের বোঝা তাদের ঘরে মালিক দিলো চাপিয়ে.
কষ্টের ঘায়ে, জীবন পর্যায়ে , গরীব হরির এ নাম দিন কাটায়
বড়ো বাবার ধনী ছেলে ভারী পকেট এ মজা ওড়ায় .
মাথার ঘাম পায়ে ফেলে কর্মজীবি কর্ম পথে
ধনী লোকের মেজাজ দেখো কালো টাকায় বদ্ধ বটে.
গরীব মায়ের শিশুর পেট খিদায় দেখো জ্বলে যায়
অনাহারে মরে তারা মানবতা কোথায় হায়.
বড়ো লোকের ছেলের দেখো বড়ো গাড়ির অভাব নেই
মানুষ মারার তালে দেখো মানুষ চাপা দিয়ে যায়.
হরেক রকম কান্ড সেসব মানবতার দংশনে
অভিজ্ঞতার স্মৃতিএকা মৃত দেহের সেই মনে.
           - @সুতপা ত্রয়ী সেন

No comments:

Post a Comment

মাটির মা'র কথা

    মাটির মা সশব্দে তৈরি হতে চলেছি ভালো আছিস তোরা? কতটা মাটি দিলে আরও সুন্দর হবো? নাকের কাছ টা বেঁকে গেছে ঠিক করে দে ওটা আমার চোখ গু...