Friday, 3 March 2017

ঘুম

স্বপ্ন,জানি তুমি নামতে চলেছ ধীরে ধীরে। আসতে চলেছে আবার সেই নিরব রাত যার দৈর্ঘ্য, পরিধি সব মিলিয়ে নিলেও ভুল হয়েছে সঠিকভাবে মাপতে ঠিক জীবনের রচিত রঙিন ভুল গুলির মত।। এবার ঘুম নামবে সব বাস্তব অবাস্তব জীর্ণ পপপ্রভাবনা গুলো কে ভুলিয়ে।                                                                     এবার ঘুম নামবে 

6 comments:

মাটির মা'র কথা

    মাটির মা সশব্দে তৈরি হতে চলেছি ভালো আছিস তোরা? কতটা মাটি দিলে আরও সুন্দর হবো? নাকের কাছ টা বেঁকে গেছে ঠিক করে দে ওটা আমার চোখ গু...