Friday, 3 March 2017

আমি নারী


আমি কোনো বহুমুখী প্রতিভা সম্পন্ন ব্যক্তি নই ,
না কোনো আলাদিনের আশ্চর্য প্রদীপ থেকে বেরিয়ে আসা অবতার
আমি এক নারী যাকে ঈস্বর কর্তা সৃষ্টি করেছেন, যাকে তোমরা দেবী বলেছ
কোমল হৃদয়ে ধারণ কারি আমি সেই নারী
নিজের হাতে বিশ্ব কে আমি নিজেই সৃষ্টি করতে পারি I
কিন্তু একি অবহেলা , নারী নিয়ে নতুন খেলা
যাকে আমার অংশ দিয়ে নিজের মধ্যে করি ধারণ
আমার গঠনে দাগ লাগিয়ে তারাই হয় মুখ্য কারণ I
দূর্গা বলে পুজাও যারে রাতে তারা হয় তোমার বাসনা
নারী আমি আঘাত পেয়ে থাকি এক কোনে আনমনা I
একদা তোমার পুরুষ সমাজ দুর্ভাগা তার লজ্জা নাম
নারী তোমার ধারিণীও বটে ভুলেছো কি তার দুধের দাম I
নারী নিয়ে ছেলেখেলা নারীর হাস্য করিস বটে
নারী তোকে ধারণ করে ভুলেছিস কি অকপটে I
আপন ধরে কষ্ট ভিড়ে কেমন করে বাচঁবে নারী
আঘাত আর যন্ত্রনাটা কষ্টদায়ক ভীষণ ভারী I
লুকিয়ে পড়া গুল্ম ঝোপে পরে থাকা এবার নারী
সময় বুঝে উঠবে ফুটে শক্তি দায়ক আবার নারী I
মাখবে গায়ে রেনুর পরশ আলোয় ভরা জগৎ সারি
আসবো আমি এলোকেশী শক্তি ধারণ একাই নারী I

No comments:

Post a Comment

মাটির মা'র কথা

    মাটির মা সশব্দে তৈরি হতে চলেছি ভালো আছিস তোরা? কতটা মাটি দিলে আরও সুন্দর হবো? নাকের কাছ টা বেঁকে গেছে ঠিক করে দে ওটা আমার চোখ গু...