Thursday, 9 March 2017

লুকানো আর্তনাদ

জান কি ! মনের যত রোগ গুলো নেমে আসে রাতে চোখের ব্যথায়।
ভাঙ্গা টুকরো স্মৃতির ছাপ দিয়ে যায় ভেজা বালিশের আত্মকথায়।।
      ©সুতপা

No comments:

Post a Comment

মাটির মা'র কথা

    মাটির মা সশব্দে তৈরি হতে চলেছি ভালো আছিস তোরা? কতটা মাটি দিলে আরও সুন্দর হবো? নাকের কাছ টা বেঁকে গেছে ঠিক করে দে ওটা আমার চোখ গু...