আমরা মানুষেরা কতই না ছোটো ঘটনায় তিক্ত হয়ে উঠি। এটা না পেলে ওই টা না পেলে কেঁদে কেটে গঙ্গা বানানোর প্রচেষ্টা টুকুও বাদ দি না। আজ পার্টি, কাল সিনেমা ওই দিন বড়ো প্ল্যান এই দিন ছোটো প্ল্যান। জীবনটা সত্যিই হারিয়ে গেছে এত ফ্যাসিনেশন এর মধ্যে। কিন্তু কখনও কি ভেবে দেখি আমাদের কিছু ঠাট্টার মধ্যে লুকিয়ে থাকতে পারে বহু প্রানের আর্তনাদ।
ভাবি কী?????
কেনই বা ভাবতে যাব মশাই।
ভাবার সময় কই আমাদের।
আমার বাবা উকিল, মাস গেলে খানিক গোছের মোটা টাকা দিয়ে দিচ্ছে। বিগ বাজারের জন্য, তারপর তো হেন রেস্তোরাঁ আছে, নাম করা ক্যাফে আছে।।
আমার বাবাও ডাক্তার বা ইন্জিনিয়ার
আমারও ওই একই লাইফস্টাইল।
কিন্তু যার বাবা পথে বসে ভিক্ষা করেন??
যে বাচ্চা মিড ডে মিল খাবারেও নিজের স্বপ্নে দেখা মহাভোগ খোঁজে।।
ভাবতে পারি না কী তাদের কথা????
ভিক্টোরিয়ার রাজপথে যখন বড়ো গাড়ির মধ্যে বন্ধুর সাথে চুলাচুলির শব্দ, তখন কাচের বাইরে জীর্ণ শরীরে বেকেঁ যাওয়া কন্ঠে বাচ্ছাটির ফুল কেনার অনুরোধ কেন ভাবায় না আমাদের।
কী করে ভাবাবে আমাদের কানে তখন বড়ো ডায়াল ওয়ালা হেড ফোন, বেচারার ক্ষুধার্ত আর্তনাদ আমরা কেমন করেই বা শুনব।।
নিজেদের রেষারেষিতে প্রায় সব কিছুই তো শেষ।।
আবার মানবিকতা।।।। ।।।।।
©সুতপা
ভাবি কী?????
কেনই বা ভাবতে যাব মশাই।
ভাবার সময় কই আমাদের।
আমার বাবা উকিল, মাস গেলে খানিক গোছের মোটা টাকা দিয়ে দিচ্ছে। বিগ বাজারের জন্য, তারপর তো হেন রেস্তোরাঁ আছে, নাম করা ক্যাফে আছে।।
আমার বাবাও ডাক্তার বা ইন্জিনিয়ার
আমারও ওই একই লাইফস্টাইল।
কিন্তু যার বাবা পথে বসে ভিক্ষা করেন??
যে বাচ্চা মিড ডে মিল খাবারেও নিজের স্বপ্নে দেখা মহাভোগ খোঁজে।।
ভাবতে পারি না কী তাদের কথা????
ভিক্টোরিয়ার রাজপথে যখন বড়ো গাড়ির মধ্যে বন্ধুর সাথে চুলাচুলির শব্দ, তখন কাচের বাইরে জীর্ণ শরীরে বেকেঁ যাওয়া কন্ঠে বাচ্ছাটির ফুল কেনার অনুরোধ কেন ভাবায় না আমাদের।
কী করে ভাবাবে আমাদের কানে তখন বড়ো ডায়াল ওয়ালা হেড ফোন, বেচারার ক্ষুধার্ত আর্তনাদ আমরা কেমন করেই বা শুনব।।
নিজেদের রেষারেষিতে প্রায় সব কিছুই তো শেষ।।
আবার মানবিকতা।।।। ।।।।।
©সুতপা
No comments:
Post a Comment