Friday, 3 March 2017

পৌষ কল্পনায়

*** (পৌষ কল্পনা)***
ঠান্ডা কুয়াশার চাদর ভেঙে হাতছানি দিচ্ছে শীতের বেলা,
মনোরম আমেজে ব্যঘাত এনে কেটেই যাবে সে পৌষ মেলা |
পিঠের বাহার, মিষ্টির ভাঁড় সব ছেড়ে চলে যাবে আজ দিনের সাথে,
নাগাল ফুরিয়ে সব পেটের ভিতরে শেষ হবে আজ হাতে হাতে|
অনুমান করি বেলা সেরে উঠে আবার পৌষ বুঝি আসবে ফাঁকে,
মিষ্টান্ন আর নবান্ন মিলে মিশে হয়েছে সব এক ঝাঁকে |
বাঙালিয়ানায় সব এক সেরা মেতেছে মন যেন এক উদ্দেশ্যে,
কল্পনা ছেড়ে যদি তাকাই পানে একই পথ চলেছে আজ নিরুদ্দেশে |
--------------------- সুপ্রভাত ''''''''''''

3 comments:

মাটির মা'র কথা

    মাটির মা সশব্দে তৈরি হতে চলেছি ভালো আছিস তোরা? কতটা মাটি দিলে আরও সুন্দর হবো? নাকের কাছ টা বেঁকে গেছে ঠিক করে দে ওটা আমার চোখ গু...