( মান_হুষ )
চেতনা তুমি উধাও কেন মৃত্যুর ডাকে ভয় পেয়ে |
দাও সারা যদি মানব ধর্ম বড় হয় বাকিসব চেয়ে ||
অন্যত্র সাহস তুমি নিন্দাবাজে শ্রেয় হও |
আসল কথা অন্যত্র না নিজেরে নিজেই ভয় পাও ||
নিজের টুকু বুঝে নিয়ে পিছন পথে সরে যাও |
বাকি সবার বাইরে থেকে সার্থ নিয়ে হিসাব চাও ||
মানুষ তুমি বড়ই জটিল তোমায় বোঝার দায় কার |
ধিক্কার তোমায় আমিও মানুষ, বিবেক মারা গেছে যার ||
--------------------(সুতপা)
চেতনা তুমি উধাও কেন মৃত্যুর ডাকে ভয় পেয়ে |
দাও সারা যদি মানব ধর্ম বড় হয় বাকিসব চেয়ে ||
অন্যত্র সাহস তুমি নিন্দাবাজে শ্রেয় হও |
আসল কথা অন্যত্র না নিজেরে নিজেই ভয় পাও ||
নিজের টুকু বুঝে নিয়ে পিছন পথে সরে যাও |
বাকি সবার বাইরে থেকে সার্থ নিয়ে হিসাব চাও ||
মানুষ তুমি বড়ই জটিল তোমায় বোঝার দায় কার |
ধিক্কার তোমায় আমিও মানুষ, বিবেক মারা গেছে যার ||
--------------------(সুতপা)
No comments:
Post a Comment