Sunday, 26 March 2017

বিরক্তি

সময় ফাঁকে অনুবাদের ফাঁকা কৌটো যত্ন করে রাখি তা
মগজ তগজে আর ভাষা নেই তব লিখবো পরে বাকিটা
প্রথম ছন্দ শেষে মিলায়ে গোলমেলে আজি ছন্দ টা
বোধের উপায় হারিয়ে গেলে শব্দ করবে দ্বন্দ্ব টা
থাক তবে আজ শব্দের খেলা মন নিয়েছে ফাঁকিটা
মগজ তগজে আর ভাষা নেই তব লিখবো পরে বাকিটা
                  ©সুতপা

No comments:

Post a Comment

মাটির মা'র কথা

    মাটির মা সশব্দে তৈরি হতে চলেছি ভালো আছিস তোরা? কতটা মাটি দিলে আরও সুন্দর হবো? নাকের কাছ টা বেঁকে গেছে ঠিক করে দে ওটা আমার চোখ গু...