Monday, 3 April 2017

নষ্ট

গল্প /আবেগ - অতৃপ্ত

পুরোনো সেতার আর আমার নষ্ট চরিত্রের মাঝে টানটান করা এক আলগোছে তুমি।।
তাও দেখো আমাদের বিক্ষিপ্ত প্রেমের কথা যেন শত শত তারার কন্ঠে বেজে ওঠে বার। যেন কত শতাব্দী ধরে তারা আমাদের গল্প লিখতে চেয়েছিল।।
সংসার আমারও ছিল কিন্তু তার জগৎ ছিল বাস্তববাদী দের ভিড়ে হারিয়ে, যা আমার কাছে এক দম বন্ধ করা পরিবেশ হয়ে উঠেছিল তার আমি তোমার কল্পনায় নিজেকে নিঃসঙ্কোচে সাজিয়েছিলাম।
এতদিন সহবাসের পর তুমি আমায় তোমার পৃথিবীর কথা শোনালে, যেখানে তোমার বাস্তবের সংসার, তাই অন্য কোথাও একার মতো আস্তানা নিতে চলে যাচ্ছি আজ, তুমি ভালো থাকবে হয়তো কিন্তু আমার কলঙ্কিত দেহটি এবার বাস্তবে।
এই কথাগুলি মনে নাড়া দিতে দিতে একটা লম্বা চওড়া অনুরাগের চিঠি লিখে বেরিয়ে এলাম। তখন প্রায় বারোটা ছুইঁছুইঁ।। গর্জে ওঠা রোদের আলোয় সব কল্পনা আবার মিলিয়ে গেল।।
            ©সুতপা

No comments:

Post a Comment

মাটির মা'র কথা

    মাটির মা সশব্দে তৈরি হতে চলেছি ভালো আছিস তোরা? কতটা মাটি দিলে আরও সুন্দর হবো? নাকের কাছ টা বেঁকে গেছে ঠিক করে দে ওটা আমার চোখ গু...