Saturday, 29 April 2017

তোমার জন্য

( ব্রততী সংগ্রহ )
দুঃখ কিসের রাগ করো না হারায় নি তো কিছু
স্বপ্ন টাকেই ছুটতে দিও তোমার পিছু পিছু।
ছেলে বেলার দিন গুলো হোক একটু রুটিন ছাড়া
দাও সরিয়ে মাথা থেকে হাজার কাজের তাড়া।
শৈশব টা বন্দি না হয় পাখির মতো খাঁচার
ছেলে বেলা থাকুক সবার মুক্ত মনে বাঁচার।
খেলার ছলে শিখবে সবই তাই যেন হয়
মানুষ হওয়াই বড়ো কথা প্রথম হওয়া নয়।
প্রথম হওয়ার দৌড় থেকে সরবে তুমি যতই
ছেলেবেলা ফিরবে আবার ছেলে বেলার মতোই।

No comments:

Post a Comment

মাটির মা'র কথা

    মাটির মা সশব্দে তৈরি হতে চলেছি ভালো আছিস তোরা? কতটা মাটি দিলে আরও সুন্দর হবো? নাকের কাছ টা বেঁকে গেছে ঠিক করে দে ওটা আমার চোখ গু...