Thursday, 27 April 2017

উদয়

উচ্ছাসে রোদ কানায় কানায় সকাল তুমি ভীষন সরল
উন্মাদনায় কেটে আসা রাতের থেকেও অনেক তরল।
আলো তুমি মূছতে পারো গভীর রাতের কালো পাপ
ঘেরাও করা বন্দি মনের ভাবনা এখন অনুতাপ।
না তা একে বারেই হয় না ওঠরে এবার নিজের মতো
কথা দেওয়া আলোই তো ঢাকবে তোর রাতের ক্ষত।
পুরুষ নারী নির্বিশেষে কাজের টানে প্রভাত সবে
আলো স্রোতে বাকিটুকু শব্দ মেপে করতে হবে।
সরল হোক বা সহজই হোক আঁকতে হবে বিশ্ব গোটা
রং তুলিটা বেধে দিলেই বাস্তবের বৃষ্টি হবে ছিটেফোঁটা।
                          ©সুতপা

No comments:

Post a Comment

মাটির মা'র কথা

    মাটির মা সশব্দে তৈরি হতে চলেছি ভালো আছিস তোরা? কতটা মাটি দিলে আরও সুন্দর হবো? নাকের কাছ টা বেঁকে গেছে ঠিক করে দে ওটা আমার চোখ গু...