আমার সকাল হাতছানিতে, তখনও আলসেমি
মেখে ।
তোর সকাল পুরোনো হয়েছে , নস্টালজিক
দেখে ।
আমার ভাবনা জন্ম নিয়েছে, দেদার মনের
সুখে ।
তোর সকাল তখনও ব্যস্ত বাসস্ট্যান্ডের
বুকে।
আমার গল্পের সবে তো শুরু আরশি নগর
পড়ে।
তোর তো প্রায় অর্ধেকটা শেষ, নিকোটিনের
ঘোরে।
তখনও তোর হাতের আঙ্গুল অয়েল প্যাস্টেল
জুড়ে।
আঁকতে পারেনি অঙ্ক গুলো লাস্ট মিনিটের
সুরে।
চিনির সাথে চায়ের আমেজ তখনি জমেছে
অল্পে।
বাকিটুকু, সে মিলায়ে থাক আমাদের চিলেকোঠার
গল্পে।
©এয়ী
মেখে ।
তোর সকাল পুরোনো হয়েছে , নস্টালজিক
দেখে ।
আমার ভাবনা জন্ম নিয়েছে, দেদার মনের
সুখে ।
তোর সকাল তখনও ব্যস্ত বাসস্ট্যান্ডের
বুকে।
আমার গল্পের সবে তো শুরু আরশি নগর
পড়ে।
তোর তো প্রায় অর্ধেকটা শেষ, নিকোটিনের
ঘোরে।
তখনও তোর হাতের আঙ্গুল অয়েল প্যাস্টেল
জুড়ে।
আঁকতে পারেনি অঙ্ক গুলো লাস্ট মিনিটের
সুরে।
চিনির সাথে চায়ের আমেজ তখনি জমেছে
অল্পে।
বাকিটুকু, সে মিলায়ে থাক আমাদের চিলেকোঠার
গল্পে।
©এয়ী
No comments:
Post a Comment