Tuesday, 5 December 2017

বিবাদ

আহ্লাদিয় আদিখ্যেতার তারে,
ভাবনা গুলি জ্বালিয়েছি সাথে সাথে
ভাঙ্গা গড়ার খেলার সময় ভুলে,
দুঃখ নেমেছে স্পষ্টবাদীর রাতে।
কাপুরুষের সময় এলো বলে,
ভাবনা নাকি ফিরে আসতে চায়
সময় কোথায় নষ্ট করার আর,
মন এখন বিষাদ বন্দি প্রায়।
জলের আওয়াজ তোমার কানে যেমন
লাগছে একই আমার কানেও তেমন
আমি বললাম ভুল হয়েছে প্রায়
জল ও কাঁদছে! শব্দ শোনা যায়।
নগ্নতাকে চাদর করে এবার
বিক্রি করার উপায় খোঁজার পথে,
আস্কারাও পিছিয়ে নিয়ে শরীর
ভুলের দূরে যাচ্ছে এবার ছুটে।
                © ত্রয়ী

No comments:

Post a Comment

মাটির মা'র কথা

    মাটির মা সশব্দে তৈরি হতে চলেছি ভালো আছিস তোরা? কতটা মাটি দিলে আরও সুন্দর হবো? নাকের কাছ টা বেঁকে গেছে ঠিক করে দে ওটা আমার চোখ গু...