Tuesday, 5 December 2017

ক্ষোভ

বিবাদের ডাক, ভঙ্গুর স্বপ্নের সাথে পুড়ে ছাই হয়ে যায়।
মৃত শরীরের আত্মা অন্ধকারে ফুটপাথে ঘুরে বেড়ায়।
একাকী রাজপথ হাহাকারে বিক্রি করে তার সব অভিমান।
অভাবের সাথে দেখা হবেনা বলে হাজার হাজার গুজব ছড়ায়।
           ©ত্রয়ী

No comments:

Post a Comment

মাটির মা'র কথা

    মাটির মা সশব্দে তৈরি হতে চলেছি ভালো আছিস তোরা? কতটা মাটি দিলে আরও সুন্দর হবো? নাকের কাছ টা বেঁকে গেছে ঠিক করে দে ওটা আমার চোখ গু...