Friday, 10 November 2017

দৃঢ় আর্তনাদ

শরীরের ছিল না তো কোনো দোষ,
আমায় চাহিদার উত্তাপ পুড়িয়ে ছিল সে রাতে।
বিশ্বাসে যদি ছুঁতে চাও আমায় তবে শোনো,
আমি একা না আমার বালিশও কেঁদেছিল সাথে।
          © ত্রয়ী

No comments:

Post a Comment

মাটির মা'র কথা

    মাটির মা সশব্দে তৈরি হতে চলেছি ভালো আছিস তোরা? কতটা মাটি দিলে আরও সুন্দর হবো? নাকের কাছ টা বেঁকে গেছে ঠিক করে দে ওটা আমার চোখ গু...