(খুচরো কিছু লাইন)
তোমার দূর্গা আর্সেলানের সিটে, টিপ দিচ্ছে খুচরো অংক কষে।
আমার দূর্গা তখনও রাস্তার ধারে, থালা নিয়ে ভিক্ষে করছে বসে।
তোমার দূর্গার সপ্তমী প্ল্যান শেষ, বাকি দিনের মেয়াদ নিচ্ছে বুঝে।
আমার দূর্গা তখনও ফাঁকা পেটে, খিদে চেপে ভালোবাসা নিচ্ছে খুঁজে।
তোমার দূর্গার রাত হয়েছে সবে, শুতে হবে পশম কাঠের মাঝে।
আমার দূর্গার ফাঁকা বাস স্ট্যান্ড, হাহাকারে পাঁজর জোড়া বাজে।
©trayee sen(সুতপা)
তোমার দূর্গা আর্সেলানের সিটে, টিপ দিচ্ছে খুচরো অংক কষে।
আমার দূর্গা তখনও রাস্তার ধারে, থালা নিয়ে ভিক্ষে করছে বসে।
তোমার দূর্গার সপ্তমী প্ল্যান শেষ, বাকি দিনের মেয়াদ নিচ্ছে বুঝে।
আমার দূর্গা তখনও ফাঁকা পেটে, খিদে চেপে ভালোবাসা নিচ্ছে খুঁজে।
তোমার দূর্গার রাত হয়েছে সবে, শুতে হবে পশম কাঠের মাঝে।
আমার দূর্গার ফাঁকা বাস স্ট্যান্ড, হাহাকারে পাঁজর জোড়া বাজে।
©trayee sen(সুতপা)
No comments:
Post a Comment