Saturday, 30 September 2017

দূর্গা ভাগে

ভোরের আকাশ এলোমেলো, শহর ফুরফুরে
চতুর্থীর ভরা গন্ধ, পুজোর এই মরসুমে।
মনের দূর্গা এলোমেলো, এলোকেশী চুলে
ঠাঁই হয়েছে মাটির মূর্তি, কাঠামোর মশগুলে।
আমি না হয় নেহাত বোকা পুজি তারে রোজ
নিজের দূর্গা কেমন আছে? নিলে নাকি খোঁজ।
এই দেশেতে হরেক রকম দূর্গা পাওয়া যায়
মেক আপ দিয়ে , ফটোর দেশে অনেক দেখা যায়।
তা না হলেও দেখতে পাবে ছয় কোটির তরে
দূর্গা, সাজিয়ে এনেছে কেমন বিশাল টাকার ঘরে।
দূর্গা তখন বিরাজমান দামী প্যান্ডেল সাজে
দর তুলেছে পরিক্রমা হাজার ভিড়ের মাঝে।
দেখছো কি আর এক দূর্গা রাস্তায় যার বাড়ি
অনাহার তার চির বন্ধু, তাই নিয়তির সাথে আড়ি ।
ছয় কোটি তে নয় সে দশ টাকাতেই খুশি
এবার দূর্গা পরিক্রমায় ভুল হয়েছে, তাই তুমিও তবে দোষী।
                                    ©সুতপা

No comments:

Post a Comment

মাটির মা'র কথা

    মাটির মা সশব্দে তৈরি হতে চলেছি ভালো আছিস তোরা? কতটা মাটি দিলে আরও সুন্দর হবো? নাকের কাছ টা বেঁকে গেছে ঠিক করে দে ওটা আমার চোখ গু...