***দুই পৃথিবী ***
এক পৃথিবী জমজমাট পূজোর কাজে, শরীর সাজে।
অন্যটা যে খেতে পায়না,
দেখা যায় তার কালো বুকের ভাঁজে।
এক পৃথিবী ভীষণ সতেজ, রঙের ছটায় বড্ড রঙিন
অন্যটা তো শুকিয়ে গেছে,
সাদাকালোও জোটে না মোটে।
এক পৃথিবী বায়না নিয়ে সাধের মতোই হিসেব করে
আর একটা তে বায়না কোথায়?
সাধের অংক হারায় ভিড়ে।
দুই পৃথিবীর মানুষটা এক,
একটি নিচ্ছে, একটি দিচ্ছে।
এক টা পেয়েও চাইছে কেমন!! আর একটার সব শূন্য ইচ্ছে।
©সুতপা
এক পৃথিবী জমজমাট পূজোর কাজে, শরীর সাজে।
অন্যটা যে খেতে পায়না,
দেখা যায় তার কালো বুকের ভাঁজে।
এক পৃথিবী ভীষণ সতেজ, রঙের ছটায় বড্ড রঙিন
অন্যটা তো শুকিয়ে গেছে,
সাদাকালোও জোটে না মোটে।
এক পৃথিবী বায়না নিয়ে সাধের মতোই হিসেব করে
আর একটা তে বায়না কোথায়?
সাধের অংক হারায় ভিড়ে।
দুই পৃথিবীর মানুষটা এক,
একটি নিচ্ছে, একটি দিচ্ছে।
এক টা পেয়েও চাইছে কেমন!! আর একটার সব শূন্য ইচ্ছে।
©সুতপা
No comments:
Post a Comment