ফানুস তুমি একুশে পরে, সর্বাঙ্গে উত্তপ্ত
সলতে আগুন পথের সাথী, বাকি টুকু পরিত্যক্ত।
মধ্যরাতে গগন পথে হাতছানিতেই ব্যস্ত তুমি
পতিত পান্থ তখন তোমার বাকি শরীর ছোঁবে ভূমি।
ভাবলে তোমার উদার দেহ রঙের বচন বাঁধবে পরে,
সাধের কথা মাথায় রেখে উড়বে তবে সময় করে?
ফানুস তুমি একুশে আইন মানবে নাকি অঙ্গীকারে!
পিছল জীবন বুঝলে পরে টের টি পাবে হাড়ে হাড়ে।
©সুতপা
No comments:
Post a Comment