Saturday, 8 July 2017

খোয়া গিয়েছে স্বপ্ন

খোয়া গিয়েছে স্বপ্ন

বহু কাল আগে দেখা একটি স্বপ্ন
যার বাস্তবতার রেশ নেই বটে
অতি কষ্টে টুকিটাকি আটকে,
যার রেশ সীমা দাগেই ছোটে
স্বপ্ন মানে আমার স্বপ্নের কথা
যার ছিল দুটি হাত,
একটি আসমান মাটি ভাবা মন
কিন্তু এগিয়ে যেতে পা?
ছিল না। এ ছিল এক প্রতিবন্ধী স্বপ্ন
যে খুশি মতন নিজের সব টুকুর মানে
বানিয়ে নিতে পারত এক সুদূরপ্রসারী রাস্তা
কিন্তু তাতে তাল মিলিয়ে হাটতে পারত না,
প্রতিবন্ধকতার ছাঁয়া তার পথ আটকে রাখতো
সুদূরের আকাশ দেখে মেঘ আঁকলো, বৃষ্টিও নামালো
কিন্তু ভিজবে কেমন? সে যে প্রতিবন্ধী
হ্যাঁ আমার স্বপ্ন প্রতিবন্ধী।।
সে বোঝে তার অস্তিত্ব কিন্তু প্রকাশে পায় বাধা
কেন এমন স্বপ্ন আমার? যার নেই কোনও পথ
কেন এই স্বপ্ন বেঁচে যার নেই কোনও মতামত
স্বপ্ন নাকি স্বাধীন হয়! তবে কেন প্রতিবন্ধী তার নাম
তবে কেন স্বপ্নের জঠোরে নেই সুখ, নেই ভালোবাসা নেই তার দাম
ছিল তো শুধু স্বপ্ন আমার কাজের বড়ো কাজ,
ফাঁকা স্বপ্ন সাজানোর আগেই মরচে ধরেছে আজ।
স্বপ্ন টুকুও বদ্ধ কেমন সমাজ কাজের তাড়ায়,
যায় কী পাওয়া স্বাধীন স্বপ্ন কারুর কাছে ভাড়ায়।
দাও না জানা দুখান পা ধরে এনে তাকে,
প্রতিবন্ধী পীড়ন ভুলে খুশিই হবে ফাঁকে।
হাজার তারাও আলোক পেয়ে খুশি মনের মাঝে
টিপটিপিয়ে জ্বলছে কেমন ব্যস্ত সন্ধ্যা সাঁঝে।
তবে দাও না কিছু ব্যস্ততা ধার স্বপ্ন দেখার জন্য
হ্যাঁ! হতেই হবে স্বাধীন তাকে,
কারন এটা আমি আর আমার জীবন অন্য
যদি মানা করো দিতে, তবে চাই না পরে কিছু
জানবে স্বপ্ন খোয়া গেছে, আসবে না তার পিছু।
                       ©সুতপা

No comments:

Post a Comment

মাটির মা'র কথা

    মাটির মা সশব্দে তৈরি হতে চলেছি ভালো আছিস তোরা? কতটা মাটি দিলে আরও সুন্দর হবো? নাকের কাছ টা বেঁকে গেছে ঠিক করে দে ওটা আমার চোখ গু...