Friday, 24 August 2018

মাটির মা'র কথা

    মাটির মা

সশব্দে তৈরি হতে চলেছি
ভালো আছিস তোরা?
কতটা মাটি দিলে আরও সুন্দর হবো?
নাকের কাছ টা বেঁকে গেছে
ঠিক করে দে ওটা
আমার চোখ গুলো সুন্দর করিস না!
আমি অন্য কারুর হাতে আরও বেশি সুন্দর,
কি আশ্চর্য বল! আমি তো একটাই
আমার বানানোর আদব কায়দাও এক
তাও কোন আমিটা বেশি সুন্দর?
তা নিয়ে গন্ডগোল করিস!
ভালো আছিস তোরা?
এতো যত্ন করে আমায় বানাস,
চোখ, মুখ, এমনকি শেপ দেওয়া দেহ,
মন দিস না তো?
আমার পাঁজর বানাস না কেন?
আমার হাত বানিয়ে অস্ত্র দিস
কিন্তু আমি নিজের রক্ষা করতে অক্ষম।
ভালো আছিস তোরা?
আমি স্পষ্ট দেখেছি বাড়িতে মা ভালো নেই
দেখাশোনা করিস? নাকি ভুলে গেছিস!
বাড়ির কেউ দেখে? নাকি মনে নেই কারুর
আমায় জিজ্ঞাসা করিস নাতো?
আমার কোন সাজ ভালো লাগে!
নিজের মতোন চাপিয়ে দিস কেন?
টুকটুকে লাল শাড়ি টাও সাদামাটা হোক
সাজ না! ওগুলো আমায় বন্দি করে।
এতো দামি সাজ আমার না, বুঝিস না?
ফুটপাতের মা, বোন ভালো আছে?
তাদের পরার শাড়ি, কাপড় দিস?
তারা আমার থেকেও বেশি কষ্ট পায়
বুঝিস না ?
অন্ধকারে আমি শান্তি পাই!
কেন সাজাস শহর?
আমার নিরাপত্তার কি দরকার?
রাতে টিউশন পড়ে একাকী বাড়ি ফেরা মেয়েটি,
তাকে নিরাপত্তা দিস,
ভালো আছিস?
নাকি ভালো থাকার ভান করিস?
          ©ত্রয়ী






Wednesday, 22 August 2018

বাসস্ট্যান্ড

বর্ষার সকাল সকালে হয় না বটে
রাস্তা গুলো মেখে থাকে কাঁদায়
বাড়ির পাশে সিট জোড়া বাস স্টপ
রং লেগেছে নতুন নীল সাদায়

বহু পুরনো বটের আস্তরণ
ঢেকে দিয়ে মাথার টুকু বাকি
রাস্তার ধারে দণ্ডায়মান তুমি
বৃদ্ধা তোমায় বাস স্ট্যান্ড বলে থাকি

কোনে পেয়েছে কত দেহ ঠাঁই
কত দেহ জুড়িয়েছে আরাম স্বভাবে
কত সিটে মন মিলেছে সবে
কত মন ভেঙেছে ঝগড়া বিবাদে

ওয়েটিং তখনও তোমার ভিতর জুড়ে
বেঁকে কি গেছ দাড়িয়ে থাকার ভারে
মেজাজ তোমার একই থাকে বটে
জং ধরে কি তোমার লোহার হাড়ে!!!!
            ©ত্রয়ী

Tuesday, 22 May 2018

সত্যিই সত্যি??

সুন্দরের যদি নাহি হয় ত্রুটি তবে,
চাঁদের কলঙ্ক রাশি আঁকলো কবে!
নিখাদ মানুষ হয় নাকো!
এ কথা জানার বয়স হলো কী সবে?
জন্মদিন নাকি শুভক্ষণ
বলেছিল কে! কখন? কারে
তবে বছর, বয়স একটু করে
মৃত্যুর দিকে কেন বাড়ে।
           ©ত্রয়ী

আফসোস

অনেক মানুষ, কতো দিন, পালটে যাবে মুহূর্তে
সময় টেনে হিরহির করে নিয়ে যেতে পারে কোথাও
ছোটো থেকে বদলেছে কতো বেঞ্চ, বসার জায়গা
আরও বদলেছে সাথে বসার মানুষ গুলো
টিফিন কমেছে পরীক্ষার পরে
বন্ধু কমেছে রেজাল্টের সময়
কেড়ে নিয়েছে হাডুডু, ধরাধরি, লক অ্যান্ড কি
ফিরে পেয়েছে কম্পিউটার, ফোন, মুখোশ
এক হাত দিয়ে ধরেছে অন্যের হাতের চামড়া
সময়ে দিয়ে কথা, স্বপ্ন, ভুল ত্রুটি
খেলার ঘর, মাঠ, ছাদ তখন পুরোনো
নতুনের মর্যাদায় পার্কের বেঞ্চের জুটি।
তারপর সময় বদলে যায়, হাতের মধ্যেই
মনের সাথে মনের বাঁধে ঝগড়া
অভিমান, কান্নাকাটি বৃদ্ধ হয় শরীরে
প্রান তখন আরও দৃঢ় হয় নতুন সংকল্পে,
ভুল গুলো চলে যায় পরের ট্রেন ধরে
ভালো থাকার আবভাবে যখন এদিক ওদিক
ভুল গুলো আবার আসে ফিরে
সাহে আসে ভিন্ন কোনও ঘটনা
আবার বৃষ্টি পরে, অভিযোগ জন্ম দেয় কান্না।
নখের কোনে দাঁতের আঘাত লাগে
আবার জমে যায় ও নেগেটিভ রক্ত
বিছানা তখন সাক্ষী থাকে মুহূর্তের
বালিশ গুলো দেখে দুটো শরীরের কষ্ট
চোখের তলায় কালি পরে
ঘরটা সব জানে সেই ভয়ে
রাত নেমে আসে সকালের ওপর হেসে,
অন্ধকারে পাখা ভারী শরীর বহন করে!
                    © ত্রয়ী

Tuesday, 3 April 2018

তাইতো নাকি!

তাইতো নাকি.........

জ্বলছে খানিক জ্বলতে দাও
পরলে কোথায়! বাঁচার আশায়
আমিও তো ভাই পথ ভিড়িয়ে
খাচ্ছি দেদার, গিলছি ভাষায়

ভার্চুয়ালের দেশ জুড়ে আজ
বাণীর প্রচার সংস্কারে
আমার শ্লোগান খিদে কী মেটায়!
বাস্তবতার অন্ধকারে

শিক্ষা আমায় কদর করে
ডিগ্রি ভীষণ! দক্ষ দেশি
বাস্তবে আর চাকরি তখন
কাঁচকলাটা দেখায় বেশি

তুমিও না হয় তখন ভালো
যতক্ষণে চুপটি ছিলে
মুখ খুললেই স্বার্থ তোমার !
হাজার কোটায় খাবে গিলে

পুতুল নাচায়, মানুষ নাচে
ডেমোক্রেসি তুঙ্গে দোলায়
কপটাচারী রাস্তা দিয়ে
কন্ট্রোভার্সি পুড়ছে ঝোলায়

মন্দ কি আর! আমিই তখন
বিকল্পতে সজ্জাধারী
হজম করে পেটেই বুদ্ধি
ঝুঁকছি! যাদের পাল্লা ভারী
          ©ত্রয়ী

Tuesday, 13 March 2018

বাঁচাও! সিরিয়া

ক্লান্ত হয়েছে পথ, রক্ত মেখেছে গাঢ়
সিরিয়া, তুমি ঘুমিয়ে পরো, যুদ্ধ বাকি আরও!!

Sunday, 25 February 2018

সময়

ছদ্মবেশী সবার মতোন সেই
ভিড়ের মধ্যে বোঝা যায় না ভালো,
প্রথম রাতে চরিত্রের পাতে পাতে
দ্বিতীয় রাতে সময় ছিল কালো।

হাতছানিতে পৃষ্ঠে গেছে বুক
ক্ষত হয়েছে লাশের ঘাটা মন,
নেশার ছলে ভুলে গেছি প্রায়
বেজে গেছে অক্ষত টেলিফোন।

ভাতের থালায়, বিষের ডাল রেখে
কঠিন হওয়ার ভান করেছি কত,
যন্ত্রণায় রাতে ঘুমিয়েছি অকাতরে
ভুলেছি খেতে বিষ রোজের মতো।

সকাল আবার প্রতারনের ছলে
ভিড়িয়ে দিয়েছে চেনা পাঁকের কোলে,
নিজের ভেবে ঘেটেছি একরকম
মানুষ চিনতে ভুল হয়েছে বলে।

ছদ্মবেশী আবার আসে রাতে
ব্যর্থতাকে হাতরে মজা নেয়,
সকাল আর হবে না জেনে ভয়ে
রাত পিশাচের পথে ঠেলে দেয়।
          © ত্রয়ী সেন

মাটির মা'র কথা

    মাটির মা সশব্দে তৈরি হতে চলেছি ভালো আছিস তোরা? কতটা মাটি দিলে আরও সুন্দর হবো? নাকের কাছ টা বেঁকে গেছে ঠিক করে দে ওটা আমার চোখ গু...