Tuesday, 22 May 2018

সত্যিই সত্যি??

সুন্দরের যদি নাহি হয় ত্রুটি তবে,
চাঁদের কলঙ্ক রাশি আঁকলো কবে!
নিখাদ মানুষ হয় নাকো!
এ কথা জানার বয়স হলো কী সবে?
জন্মদিন নাকি শুভক্ষণ
বলেছিল কে! কখন? কারে
তবে বছর, বয়স একটু করে
মৃত্যুর দিকে কেন বাড়ে।
           ©ত্রয়ী

No comments:

Post a Comment

মাটির মা'র কথা

    মাটির মা সশব্দে তৈরি হতে চলেছি ভালো আছিস তোরা? কতটা মাটি দিলে আরও সুন্দর হবো? নাকের কাছ টা বেঁকে গেছে ঠিক করে দে ওটা আমার চোখ গু...