Tuesday, 3 April 2018

তাইতো নাকি!

তাইতো নাকি.........

জ্বলছে খানিক জ্বলতে দাও
পরলে কোথায়! বাঁচার আশায়
আমিও তো ভাই পথ ভিড়িয়ে
খাচ্ছি দেদার, গিলছি ভাষায়

ভার্চুয়ালের দেশ জুড়ে আজ
বাণীর প্রচার সংস্কারে
আমার শ্লোগান খিদে কী মেটায়!
বাস্তবতার অন্ধকারে

শিক্ষা আমায় কদর করে
ডিগ্রি ভীষণ! দক্ষ দেশি
বাস্তবে আর চাকরি তখন
কাঁচকলাটা দেখায় বেশি

তুমিও না হয় তখন ভালো
যতক্ষণে চুপটি ছিলে
মুখ খুললেই স্বার্থ তোমার !
হাজার কোটায় খাবে গিলে

পুতুল নাচায়, মানুষ নাচে
ডেমোক্রেসি তুঙ্গে দোলায়
কপটাচারী রাস্তা দিয়ে
কন্ট্রোভার্সি পুড়ছে ঝোলায়

মন্দ কি আর! আমিই তখন
বিকল্পতে সজ্জাধারী
হজম করে পেটেই বুদ্ধি
ঝুঁকছি! যাদের পাল্লা ভারী
          ©ত্রয়ী

No comments:

Post a Comment

মাটির মা'র কথা

    মাটির মা সশব্দে তৈরি হতে চলেছি ভালো আছিস তোরা? কতটা মাটি দিলে আরও সুন্দর হবো? নাকের কাছ টা বেঁকে গেছে ঠিক করে দে ওটা আমার চোখ গু...