Sunday, 25 February 2018

সময়

ছদ্মবেশী সবার মতোন সেই
ভিড়ের মধ্যে বোঝা যায় না ভালো,
প্রথম রাতে চরিত্রের পাতে পাতে
দ্বিতীয় রাতে সময় ছিল কালো।

হাতছানিতে পৃষ্ঠে গেছে বুক
ক্ষত হয়েছে লাশের ঘাটা মন,
নেশার ছলে ভুলে গেছি প্রায়
বেজে গেছে অক্ষত টেলিফোন।

ভাতের থালায়, বিষের ডাল রেখে
কঠিন হওয়ার ভান করেছি কত,
যন্ত্রণায় রাতে ঘুমিয়েছি অকাতরে
ভুলেছি খেতে বিষ রোজের মতো।

সকাল আবার প্রতারনের ছলে
ভিড়িয়ে দিয়েছে চেনা পাঁকের কোলে,
নিজের ভেবে ঘেটেছি একরকম
মানুষ চিনতে ভুল হয়েছে বলে।

ছদ্মবেশী আবার আসে রাতে
ব্যর্থতাকে হাতরে মজা নেয়,
সকাল আর হবে না জেনে ভয়ে
রাত পিশাচের পথে ঠেলে দেয়।
          © ত্রয়ী সেন

No comments:

Post a Comment

মাটির মা'র কথা

    মাটির মা সশব্দে তৈরি হতে চলেছি ভালো আছিস তোরা? কতটা মাটি দিলে আরও সুন্দর হবো? নাকের কাছ টা বেঁকে গেছে ঠিক করে দে ওটা আমার চোখ গু...