Sunday, 25 February 2018

সময়

ছদ্মবেশী সবার মতোন সেই
ভিড়ের মধ্যে বোঝা যায় না ভালো,
প্রথম রাতে চরিত্রের পাতে পাতে
দ্বিতীয় রাতে সময় ছিল কালো।

হাতছানিতে পৃষ্ঠে গেছে বুক
ক্ষত হয়েছে লাশের ঘাটা মন,
নেশার ছলে ভুলে গেছি প্রায়
বেজে গেছে অক্ষত টেলিফোন।

ভাতের থালায়, বিষের ডাল রেখে
কঠিন হওয়ার ভান করেছি কত,
যন্ত্রণায় রাতে ঘুমিয়েছি অকাতরে
ভুলেছি খেতে বিষ রোজের মতো।

সকাল আবার প্রতারনের ছলে
ভিড়িয়ে দিয়েছে চেনা পাঁকের কোলে,
নিজের ভেবে ঘেটেছি একরকম
মানুষ চিনতে ভুল হয়েছে বলে।

ছদ্মবেশী আবার আসে রাতে
ব্যর্থতাকে হাতরে মজা নেয়,
সকাল আর হবে না জেনে ভয়ে
রাত পিশাচের পথে ঠেলে দেয়।
          © ত্রয়ী সেন

Wednesday, 14 February 2018

স্বপ্ন ভাঙ্গার আওয়াজ

#যখন_স্বপ্ন_ভাঙে
স্বপ্ন ভাঙ্গার আওয়াজ কেমন হয়?
ঠিক জানা নেই তো।
কাচের থালা পরলে যেমন?
নাকি একগুচ্ছ চামচের মতোন
আওয়াজের শব্দ কিংবা গতি
 কতটুকু প্রবল হয়? হয় কি?
তবে জানা মধ্যে অনুভবের
জায়গা বেশি, অনেক বেশি।
বুকের মধ্যে এক ভীষন যন্ত্রণা হয়
না বলা আবেগ গুলো
ভিড় জমিয়ে মারপিট করে
স্বপ্ন ভাঙলে বুকের মধ্যে টা
যেন শত বার ছিঁড়ে যায়
তবে রক্তপাত হয় না।
কিন্তু খুব ব্যথা হয়।
এ ব্যথা ঠিক পেনইকিলার খাওয়ার পরেও,কমে না, খেতেও লাগেনা বৈকি
তখন চোখের সামনেটা ঝাপসা
হয়ে যায় একেবারে
কাউকে আর চেনা লাগে না
অচেনার ভিড়ের চাপে মনে হয় পিষে গেছি
তখন ফুঁপিয়ে ওঠে শরীর যন্ত্রের কায়দা
গুলিয়ে ওঠে, হাজার দেখা স্বপ্নের গা।
অন্ধকারের পিশাচ যেন হাতরায়
সারা ভাঙ্গা স্বপ্নের টুকরো গুলোকে,
তৈরি করতে নিজের কাজের জন্য।
তখন এক ভয়াবহ ঝড় আসে।
এক অবাস্তবের ঝড়,
যা এতো দিন পরে ছিল,
স্বপ্নের দামালা শরীরের নীচে
ভাঙ্গা স্বপ্ন সায় দিয়ে নিজের দল ভারী করে
তারপর আসে কঠিন সত্যের কথা
যুদ্ধ হয় মনে, ক্ষোভ অভিমানের যুদ্ধ
আর মাথা তুলে দাঁড়াতে পারে না কোনও স্বপ্নই,
সবটা শেষ হয়ে যায় স্বপ্ন ভাঙ্গার সাথেই
তবে এখনও আমি খুঁজে যাচ্ছি
কেমন হয় স্বপ্ন ভাঙ্গার আওয়াজ।।
        ©ত্রয়ী

মাটির মা'র কথা

    মাটির মা সশব্দে তৈরি হতে চলেছি ভালো আছিস তোরা? কতটা মাটি দিলে আরও সুন্দর হবো? নাকের কাছ টা বেঁকে গেছে ঠিক করে দে ওটা আমার চোখ গু...